খুলনার বিপক্ষে ১২৮ রানে থামল ঢাকা

খুলনার বিপক্ষে ১২৮ রানে থামল ঢাকা

অনলাইন ডেস্ক

খুলনা টাইগার্সের বিপক্ষে মাত্র ১২৮ রানেই থমকে গেল দুর্দান্ত ঢাকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) শুরুতেই টস হেরে ব্যাট করতে নামে ঢাকা। প্রথম দুই ওভারে মাত্র ৬ রান তুলতে সক্ষম হয় নাঈম শেখ ও অ্যাডাম রসিংটনের উদ্বোধনী জুটি।

ওয়েইন পারনেল ও মুকিদুল ইসলামের তোপে রান পাচ্ছিল না ঢাকা।

তৃতীয় ওভারে চার-ছক্কায় রানের গতি বাড়ান রসিংটন। ওই ওভারে আসে ১২ রান। চতুর্থ ওভারের প্রথম বলেই বিদায় নেন নাঈম। ১১ বল খেলে মাত্র ৫ রান করেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া এ ওপেনার।

নাঈম যে ওভারে ফেরেন, ওয়েইন পারনেলের সে ওভারেই বিদায় নেন সাইফ হাসান। রসিংটন ১২ বলে ১৮ রান করে বিদায় নেন পারনেলের বলে। এরপর আলেক্স রস ও ইরফান শুক্কুরের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে ঢাকা। যদিও তারা রানের গতিটা প্রত্যাশিতভাবে বাড়াতে পারেননি। শুক্কুর ২৬ বলে ২৫ রান করে মুকিদুল ইসলামের বলে প্যাভিলিয়নে ফেরেন।

সাইফ হাসানের মতো গোল্ডেন ডাক মারেন শন উইলিয়ামসও। তাকে শিকারে পরিণত করেন মুকিদুল। আলেক্স রস ৩৫ বলে ২৫ রান করে হন রানআউট। তখন ৬ উইকেটে স্কোরবোর্ডে ঢাকার রান মাত্র ৯৫। শেষ ওভারে আউট হওয়া মোসাদ্দেক হোসেন সৈকত ২৪ বলে করেন ২৬ রান। চতুরাঙ্গা ডি সিলভা ১১ বলে করেন ১৭ রান। আলাউদ্দিন বাবু করেন ২ রান। খুলনার হয়ে পারনেল ও মুকিদুল ৩টি করে উইকেট শিকার করেন।

news24bd.tv/তৌহিদ