এক লাফে ৪০০ টাকা কমেছে জিরার দাম!

এক লাফে ৪০০ টাকা কমেছে জিরার দাম!

এক লাফে ৪০০ টাকা কমেছে জিরার দাম!

অনলাইন ডেস্ক

পবিত্র রমজান ও ঈদ মাথায় রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে জিরা আমদানি। ফলে প্রতি কেজিতে ৪০০ টাকা দাম কমেছে মসলাজাতীয় পণ্যটির।

গত বছর দেশের বাজারে কেজিপ্রতি জিরা বিক্রি হয় ৪০০ থেকে ৪৫০ টাকায়। তবে ডলার সংকট, আমদানি শুল্ক বৃদ্ধিসহ নানা অজুহাতে কয়েক দফা বেড়ে গেল মাসেও খুচরা পর্যায়ে ভারতীয় জিরা বিক্রি হয় সর্ব্বোচ্চ ১ হাজার ২০০ টাকায়।

এখন সেই জিরাই পাওয়া যাচ্ছে ৭২০ থেকে ৮৫০ টাকা কেজিতে।

ভারত থেকে আমদানি করা ভালো মানের জিরা কাকা ৭২০, বাবা ৭২০, মধু ৭২০, অমরিত ৭২০ টাকা, সোনা ৭৩০ টাকা এবং ডিবিগোল্ড ৭৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দাম কমায় ক্রেতার পাশাপাশি খুশি বিক্রেতারাও। তারা জানান, এতে বেড়েছে কেনাবেচা।

হিলি বাজারের মসলা ব্যবসায়ীরা বলছেন, ভারতে নতুন জিরা ওঠায় বন্দর দিয়ে আমদানি বৃদ্ধি পেয়েছে। যে কারণে দর কমছে।

হিলি বাজারে ক্রেতা রহমত মিয়া বলেন, ১ মাস আগেও জিরার আকাশছোঁয়া দাম ছিল। ১০০ গ্রাম কিনতে হয়েছে ১১০ টাকায়। এদিন শুনলাম কেজিতে ৪০০ টাকা কমেছে।

হিলি বাজারে বিসমিল্লাহ মসলা ঘরের ব্যবসায়ী আওলাদ হোসেন বলেন, গত বছর ভারতে জিরার ফলন কম হয়। ফলে বন্দর দিয়ে আমদানিও কমে যায়। যে কারণে জিরার দাম বাড়তে বাড়তে প্রায় ১২ টাকায় ওঠে। তবে এখন প্রতিবেশী দেশে নতুন জিরা ওঠায় আমদানি বেড়েছে। তাই ব্যাপক দরপতনও ঘটেছে।

news24bd.tv/aa