সীমান্তে অস্ত্র নিয়ে প্রবেশের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী 

সীমান্তে অস্ত্র নিয়ে প্রবেশের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী 

সীমান্তে অস্ত্র নিয়ে প্রবেশের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী 

অনলাইন ডেস্ক

মিয়ানমার সীমান্তে সরকার ও আইনশৃঙ্খলাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশে অস্ত্র-শস্ত্র প্রবেশের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্ত থেকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে অস্ত্র-শস্ত্র বাংলাদেশে প্রবেশ করছে বলে যেসব খবর পাওয়া যাচ্ছে, তাতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সরকার ও আইনশৃঙ্খলাবাহিনী এই বিষয়ে সচেষ্ট।

 

আসাদুজ্জামান খান কামাল বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে সীমান্ত এলাকায় বিভিন্ন অনভিপ্রেত ঘটনা ঘটছে। তবে সেসব নিয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।  

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ড. ইউনূসের বিষয়ে আদালত যা নির্দেশনা দিচ্ছে, সরকার সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।  

এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা ও চট্টগ্রামের পুলিশ সুপার শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

news24bd.tv/aa