গতকাল ছাত্রলীগের দুই দফা সংঘর্ষের পর আজ চবি ক্যাম্পাস রণক্ষেত্র

গতকাল ছাত্রলীগের দুই দফা সংঘর্ষের পর আজ চবি ক্যাম্পাস রণক্ষেত্র

অনলাইন ডেস্ক

আধিপত্য বিস্তার নিয়ে আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দেশীয় ধারাল অস্ত্র, ইটপাটকেল, রড, হাতুড়ি নিয়ে ছাত্রলীগের দুই উপগ্রুপ সিএফসি ও সিক্সটি নাইন গতকালকের পর আজ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলের সামনে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে সিএফসি গ্রুপের এক কর্মী সিক্সটি নাইন গ্রুপের এক কর্মীর শার্টের কলার ধরেন।

এ ঘটনা নিয়ে সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা সিএফসি গ্রুপের কর্মীকে মারধর করেন। এ ঘটনায় আজ শুক্রবার বিকেল ৫টার দিকে দুগ্রুপের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল ও শাহ আমানত হলের সামনে অবস্থান নেয়। পরে সেখানে ‍উত্তেজনা ছড়িয়ে পড়লে দেশীয় ধারালো অস্ত্র, ইটপাটকেল, রড, হাতুড়ি নিয়ে দুপক্ষের সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহসভাপতি শিমুল বিশ্বাস বলেন, ‘ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার, এরপর ঘটনা গড়ায় হল ভিত্তিক দুই গ্রুপের মধ্যে। এ ঘটনায় দুটি পক্ষই দোষারোপ করছে একে-অপরকে। ’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুরুল আজিম শিকদার জানান, দুপক্ষকে সরিয়ে দুই হলের মাঝখানে অবস্থান নেয় পুলিশ। ঘটনার কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে।

সংঘর্ষে জড়ানো সিএফসি গ্রুপ শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিক্সটি নাইন গ্রুপ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক