ভুয়া নম্বর প্লেট লাগিয়ে চোরাই মোটরসাইকেল বিক্রি করত চক্রটি

র‌্যাব-১২ সদস্যদের অভিযানে গ্রেপ্তার দুজন

ভুয়া নম্বর প্লেট লাগিয়ে চোরাই মোটরসাইকেল বিক্রি করত চক্রটি

আব্দুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‌্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের পাঁচজন সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া পাগলা গ্রামের পাঁকা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।  

আটকরা হলো- সিরাজগঞ্জ সদর উপজেলার আকনাদিঘি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. রুবেল ও উল্লাপড়ার পাগলা গ্রামের রতন আলী সরকারের ছেলে মো. জাহাংগীর হোসেন।

র‌্যাব-১২ সদর কোম্পানি স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান শুক্রবার বিকেলে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়ায় পাগলা গ্রামে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকরা পরস্পর যোগসাজসে সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল কৌশলে চুরি করে। এরপর মোটরসাইকেলের পেছনের নম্বর প্লেট পরিবর্তন করে নিজেরা ভুয়া নম্বর প্লেট লাগিয়ে সাধারণ মানুষের কাছে অল্প দামে বিক্রয় করে। এ ঘটনায় উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: সব সেক্টরেই কমবেশি দুর্নীতি বিদ্যমান: তাজুল ইসলাম

আরও পড়ুন: ৪১ দিন পর বেনাপোল এক্সপ্রেসে নিহতদের মরদেহ পেল পরিবার

news24bd.tv/তৌহিদ