গাজীপুরে ২১ শিশু বন্দীর চিকিৎসা সম্পন্ন, ভর্তি হচ্ছে আরো

গাজীপুরের টঙ্গীতে শিশু বন্দীদের ভাইরাস জ্বরের চিকিৎসা দেওয়া হচ্ছে শিশু উন্নয়ন কেন্দ্রে

গাজীপুরে ২১ শিশু বন্দীর চিকিৎসা সম্পন্ন, ভর্তি হচ্ছে আরো

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ভাইরাস জ্বরে আক্রান্ত হওয়ায় টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের ২১ শিশু বন্দীকে চিকিৎসা দিয়ে আনা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে আরো শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক দেলোয়ার হোসেন জানান, গতরাত পর্যন্ত ২১ জন বন্দী শিশুকে হাসপাতালে চিকিৎসা দিয়ে আনা হয়েছে। আজ সকাল সাড়ে আটটার দিকে আরো কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারুফ আহমেদ (১৬) নামে এক কিশোর বন্দী মৃত্যুবরণ করে। তার মৃত্যুকে নির্যাতনের মাধ্যমে হত্যা বলে পরিবার অভিযোগ করে। নিহত মারুফ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় মো: রফিক আহমদের ছেলে। সে ঢাকার খিলক্ষেত এলাকার দর্জিবাড়ি নামক স্থানে পরিবারের সাথে বসবাস করতো।

এরপর একাধিক গণমাধ্যমে শিশু মারুফের মৃত্যুর খবর প্রকাশিত হয়।

এই ঘটনায় গঠিত অধিদপ্তরের তিন সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এরই মধ্যে বৃহস্পতিবার রাত আটটার দিকে এই সরকারি হেফাজত খানার আরো ১০ বন্দি শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়। ২১ জনকে চিকিৎসা দিয়ে আনার পর আরো বন্দী শিশুকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

আরও পড়ুন: ‘অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করে দিন, নইলে উপযুক্ত ব্যবস্থা নেব’

শুক্রবার দুপুর আড়াইটার দিকে স্থানীয় কলেজ গেটে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতালে চিকিৎসা নেওয়া শিশুবন্দীরা হলো- আরিফুল (১৬), মহিদুল (১৭), হাফিজ উল্লা (১৭), ফেরদৌস (১৮), সিফাত (১৫), তামিম (১৮), মালু মং (১৬), উসাই চিং (১৭)। টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সূত্রে এই আট শিশুবন্দির চিকিৎসার তথ্য পাওয়া গেছে। তাদের বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়েছে।

news24bd.tv/SC