চট্টগ্রামকে হারিয়ে সেরা চারে রংপুর

পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখে প্রথম দল হিসাবে সেরা চারে রংপুর রাইডার্স

চট্টগ্রামকে হারিয়ে সেরা চারে রংপুর

অনলাইন ডেস্ক

সব দলকে পেছনে ফেলে বিপিএলের দশম আসরের প্রথম দল হিসাবে সেরা চার নিশ্চিত করলো রংপুর রাইডার্স। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই হওয়া ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৮ রানে হারিয়েছে নুরুল হোসেন সোহানের নেতৃত্বাধীন রংপুর।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া রংপুর ম্যাচের শুরু দিকে উইকেট হারিয়ে কিছু চাপে পড়েছিলো রংপুর। রানের চাকাও খুব একটা গতির মুখ দেখছিলো না।

কিন্তু চোখের সমস্যা নিয়েও খেলতে নেমে সাকিব আল হাসানের দৃঢ় ব্যাটিংয়ে বড়ো সংগ্রহের পথে এগোতে থাকে রংপুর। ৩৯ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন সাকিব। আরেক প্রান্তে ১৭ বলে ৩৪ রানের আরেকটি ক্যামিও আসে মাহেদী হাসানের ব্যাট থেকে। এতে করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রানের বিশাল পুঁজি পায় রংপুর।

চট্টগ্রামের হয়ে রোমারিও শেফার্ড তিনটি উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট পেয়েছেন সালাউদ্দিন শাকিল এবং শহীদুল ইসলাম।

জবাবে ব্যাট করতে নেমে বিশাল রানের লক্ষ্যে প্রথমেই হোঁচট খেতে থাকে শুভাগত হোমের দল। যদিও রোমারিও শেফার্ডের ঝড়ো ইনিংস কিছুটা আশার আলো দেখায় চট্টগ্রামকে। কিন্তু তার একক লড়াইয়ে রংপুরের দেওয়া লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় চট্টগ্রাম। রোমারিও শেফার্ড ৩০ বলে ৬৬ রান তুলে অপরাজিত থাকেন।  

রংপুরের হয়ে ডোয়েইন প্রিটোরিয়াস তিনটি এবং মাহেদী হাসান দুটি উইকেট নেন।

দুই ওভারে ১৭ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়ে এবং ব্যাটিংয়ে ১৭ বলে ৩৪ রানের ইনিংস খেলেছেন মাহেদী হাসান। অলরাউন্ড পারফরমেন্সের জন্য মাহেদীকেই ম্যাচসেরা ঘোষণা করা হয়।

news24bd.tv/SC