ঢাবিতে উত্তপ্ত পরিস্থিতিতে আহত ১৫, বিচার চাইতে গিয়ে ফের মারামারি

প্রতীকী ছবি

ঢাবিতে উত্তপ্ত পরিস্থিতিতে আহত ১৫, বিচার চাইতে গিয়ে ফের মারামারি

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগের নেতা-কর্মীরা দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে চলমান সংঘর্ষ এবং পাল্টা সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন আহত হয়েছেন।

এই ঘটনার রেশ ধরে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মধুর ক্যান্টিনেও মারামারিতে জড়িয়েছেন ছাত্রলীগের দুই পক্ষের নেতা কর্মীরা।

মূলত  ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়।

শুক্রবার বিকেলে এই ঘটনার প্রতিকার চাইতে সৈকতের অনুসারীরা শেখ ওয়ালী আসিফ ইনানের কাছে গেলে ঢাবির মধুর ক্যান্টিনে ফের দুপক্ষের মধ্যে মারামারি হয়।

এদিকে গতকাল রাতের ঘটনায় আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডা. মোহাম্মদ মোর্তজা চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে একজনের মাথায় আটটি সেলাই পড়েছে বলেও জানা গেছে।

আরও পড়ুন: ৪১ দিন পর বেনাপোল এক্সপ্রেসে নিহতদের মরদেহ পেল পরিবার

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে সরস্বতী পূজা উপলক্ষে ছাত্রলীগের আয়োজিত কনসার্ট শেষে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত চলে যাওয়ার সময় হল কমিটির পদপ্রার্থী ও শেখ ওয়ালী আসিফ ইনানের এক অনুসারীর সাথে ধাক্কা লাগে।

তখন একজন অপরজনের কাছে মাফ চান। কিন্তু কিছুক্ষণ পর দুই পক্ষের মাঝে মারামারি এবং ধাওয়া শুরু হয় যা গভীর রাত পর্যন্ত চলে।

news24bd.tv/SC