ফুলে ফুলে সেজেছে উত্তরা গণভবন, দর্শনার্থীদের মিলন মেলা

ফুলে ফুলে সেজেছে উত্তরা গণভবন, দর্শনার্থীদের মিলন মেলা

নাসিম উদ্দীন নাসিম, নাটোর

ফুলে ফুলে সেজেছে নাটোরের ‘উত্তরা গণভবন’। নতুন রূপে ফুলে ফুলে শোভিত প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবন নাটোরের ‘উত্তরা গণভবন’ দেখতে প্রতিদিন ভিড় করছেন হাজার হাজার দর্শনার্থী।  

গোলাপ, গাঁদা, ডালিয়া, নয়নতারা, সিলভিয়া, জিনিয়া, চন্দ্রমল্লিকা, ডালিয়া, জিনিয়া আর হলুদ গাঁদা ফুলে ছেয়ে গেছে উত্তরা গণভবনের বাগান। এছাড়াও দেশ-বিদেশের বিরল প্রজাতির ফুলও ফুটেছে।

যার মধ্যে রয়েছে— সাদা অ্যারামন্ডা, হোয়াইট পয়েন্সেটিয়া, পারিজাতসহ বাহারি প্রজাতির ফুল।

সবুজের বুকে লাল, নীল, হলুদ, সাদাসহ নানা প্রজাতির ফুল দর্শনার্থীদের মুগ্ধ করছে। ফুলের সুবাস  আর পাখির কলকাকলিতে মুখরিত পুরো গণভবন চত্বর।  

ফুল থাকবে মৌমাছি-প্রজাপতি থাকবে না তা হয় না।

সবমিলে অন্যরকম সৌন্দর্যের পসরা মেলেছে ‘উত্তরা গণভবন’।

গণভবনের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতেই দুপাশের সারি সারি গাঁদা ফুল দর্শনার্থীদের বরণ করছে। ফুলের মিষ্টি গন্ধে মুখরিত হয়ে উঠেছে পুরো গণভবন চত্বর। সেই গন্ধে ফুলে ফুলে ঘুরছে মৌমাছি-প্রজাপতি।

কর্তৃপক্ষের দাবি, শীতের শুরু থেকে এখন পর্যন্ত দর্শনার্থীর সংখ্যা দাঁড়িয়েছে গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।  

সরেজমিনে গিয়ে দেখা যায়, এ বছর উত্তরা গণভবন চত্বর জুড়ে ২১ প্রজাতির ২৫ হাজার ফুল গাছের চারা রোপণ করা হয়েছে।

রাজশাহীর কলেজ ছাত্রী সিনথিয়া ইসলাম জানান, উত্তরা গণভবন আমার পচ্ছন্দের একটি পর্যটন স্থান। শীত মৌসুমে উত্তরা গণভবনে প্রচুর ফুলের গাছ রোপণ করা হয়েছে। যা গণভবনের সৌন্দর্যকে কয়েক গুন বাড়িয়ে দিয়েছে।

দর্শনার্থী খান মামুন বলেন, শীত মৌসুমে একবার করে গণভবনে ফুলের সৌন্দর্য দেখতে আসি। পুরো গণভবনে ফুলের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। এখানকার ফুলগুলো অনেক সুন্দর। এসব ফুল অন্য জায়গায় খুব কম দেখা যায়।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক