পণ্য রপ্তানির সম্ভাবনা এবং বাধাগুলো চিহ্নিত করতে হবে: ডিসিসিআই

ফাইল ছবি

পণ্য রপ্তানির সম্ভাবনা এবং বাধাগুলো চিহ্নিত করতে হবে: ডিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

এলডিসি থেকে উত্তরণের পর পণ্য রপ্তানির সম্ভাবনা এবং বাধাগুলো চিহ্নিত করে সেই অনুযায়ী কৌশলগত কর্মপরিকল্পনা না নিলে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের ট্র্যাপে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত এলডিসি পরবর্তী প্রস্ততি বিষয়ক সেমিনারে এসব কথা বলেন আলোচকরা।

আরও পড়ুন: আসন্ন রমজানে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়ানো হবে: সেলিমা রহমান

আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন খাতের ব্যবসায়ী  ও রপ্তানিকারকরা বলেন, বর্তমানে পণ্যের বহুমুখীকরণ এবং রপ্তানি বাড়ানোই যেখানে মুল চ্যালেঞ্জ সেখানে এলডিসি গ্র্যাজুয়েশনের দোহাই দিয়ে প্রণোদনা তুলে নেওয়া হয়েছে, যা ব্যবসায়ীদের বাজার বৃদ্ধিতে নিরুৎসাহিত করবে।

মূল প্রবন্ধ উপস্থাপনায় অধ্যাপক সেলিম রায়হান বলেন, ব্যাংক খাতে খেলাপি ঋণ আর্থিক খাতকে অনেক বেশি ভোগাচ্ছে।

এছাড়া দক্ষ জনবলের ঘাটতি, শ্রমিকের উৎপাদনশীলতা  এবং এফডিআই আকর্ষণে বাংলাদেশ ভিয়েতনাম ও প্রতিযোগী সব দেশের থেকে খারাপ অবস্থায় রয়েছে। এলডিসি থেকে উত্তরনে তাই প্রয়োজন রপ্তানি ঝুড়িকে আরো সমৃদ্ধ করার এবং প্রয়োজনীয় সংস্কার উদ্যোগের।

অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ বলেন, বিশ্ব প্রেক্ষাপটে অর্থনৈতিক নীতি ও সংস্কার যথাযথ না হলে কোনো চেষ্টাতেই সফলতা আসবে না।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক