রাজধানীতে র‍্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩৯ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৩৯ জন সদস্যকে গ্রেপ্তার  করেছে র‍্যাব।

রাজধানীতে র‍্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩৯ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আদাবর, মোহম্মদপুর ও হাজারিবাগ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৩৯ জন সদস্যকে গ্রেপ্তার  করেছে র‍্যাব। এদের সবাই বিভিন্ন গ্রুপের নামে চাঁদাবাজি, ছিনতাইসহ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। র্যা ব বলছে, গ্রেপ্তার ৩৯ কিশোরের মধ্যে পাটালি গ্রুপের পাঁচজন, লেভেল হাই গ্রুপের ছয়জন এবং লও ঠেলা গ্রুপের পাঁচজন আছেন।

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ব নতুন নয়।

লেভেল হাই, লও ঠেলাসহ অদ্ভুত নাম দিয়ে চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসাসহ এমন কোনো অপরাধ নেই যা এদের দ্বারা সংঘটিত হয়নি। বিভিন্ন সময়ে এলাকার নিয়ন্ত্রণ নিতে এক গ্রুপ আরেক গ্রুপের উপর হামলা চালায় নিয়মিত। হত্যার ঘটনাও ঘটছে প্রায়ই। কিশোর গ্যাংয়ের অন্তত ২০টি গ্রুপের সন্ত্রাসী কর্মকান্ডে অনেকটাই হুমকির মুখে এ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি।

আরও পড়ুন: পণ্য রপ্তানির সম্ভাবনা এবং বাধাগুলো চিহ্নিত করতে হবে: ডিসিসিআই

এসব ঘটনায় কথিত কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বেশ শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর আদাবর, মোহাম্মদপুর ও হাজারিবাগ এলাকা থেকেই ৩৯ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব বলছে, এলাকায় আধিপত্য বিস্তার করার জন্যই সন্ত্রাসী কর্মকান্ড চালাতো তারা। মানুষকে ভয় দেখাতে অদ্ভুত নাম ব্যবহার করে প্রচারও করতো গ্যাংয়ের সদস্যরা।

গ্রেপ্তার সবার বিরুদ্ধেই থানায় একাধিক মামলা আছে। এসব কিশোর গ্যাংয়ের সদস্যরা কোন রাজনৈতিক দলের আশ্রয়ে আছে কিনা তাও তদন্ত করা হচ্ছে।

গত এক বছরে এই এলাকা থেকে প্রায় ৬০০ কিশোরকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক