ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণাকালে আটক ২

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে আটকরা

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে আটকরা

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণাকালে আটক ২

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে প্রতারণাকালে দুজনকে আটক করেছে থানা-পুলিশ। আটকরা হলেন বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর (ভেটাইল) গ্রামের আপেল মাহমুদ সরকারের ছেলে আল আমিন সরকার (৩৮), একই উপজেলার টাটকপুর গ্রামের আকতার মুন্সির ছেলে আবির মুন্সি (১৯)।

শুক্রবার দিবাগত রাতে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুন্দন গ্রাম থেকে তাদেরকে আটক করে পুলিশ।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাওহীদুল ইসলাম বলেন, প্রতারকরা ওই গ্রামে কালিপদের বাড়ি গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় এবং প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় প্রতারকদের কথাবার্তায় সন্দেহ হলে পুলিশকে সংবাদ দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতারকদের আটক করে। পাশাপাশি প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে প্রতারণার বিষয়টি স্বীকার করে।

এ বিষয়ে কালিপদ কিস্কু বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আল আমিন সরকারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকসহ একাধিক প্রতারণার মামলা রয়েছে বলে জানান পুলিশ।

news24bd.tv/তৌহিদ