প্রায় দেড় ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

প্রায় দেড় ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে মেট্রো চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (বিএমটিসিএল) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বেলা ২টা ৩৮ মিনিটের দিকে মেট্রোরেলের একটি ট্রেনের অটোমেটিক ডোরে সমস্যা দেখা দেয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মেট্রোর অটোমেটিক ডোর সিগন্যাল না পাওয়ায় এ সমস্যা হয়। দরজার সিগন্যাল দেওয়া হয় টিও কক্ষ (ট্রেন অপারেটর) থেকে। এ ছাড়া অটোমেটিক ডোরে আরেকটা সমস্যা হয়। অটোমেটিক ডোরে যাত্রীরা বাধা তৈরি করেছেন এবং জোরপূর্বক দরজা টেনে খুলে রাখা হয়।

ট্রেন অপারেটর (অটোমেটিক্যালি) চেষ্টা করেছে দরজা বন্ধ করার। কিন্তু সেটি বন্ধ করতে পারেনি। এ কারণে সিগন্যাল লস করেছে। সিগন্যাল না পাওয়ায় দরজা খুলতে সমস্যা হয়।

এ ঘটনায় চরম ভোগান্তিতে পড়ে অনেক যাত্রী।

আরও পড়ুন: মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটির কারণে চলাচল বন্ধ

news24bd.tv/তৌহিদ