ট্রেনের ধাক্কায় নিহত শিশুর পরিচয় খুঁজছে পুলিশ

সিরাজগঞ্জের শরতনগর-লাহিড়ী মোহনপুরের মাঝখানে ট্রেনের ধাক্কায় ১৩ বছর বয়সী এক শিশু মারা গেছে।

ট্রেনের ধাক্কায় নিহত শিশুর পরিচয় খুঁজছে পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

ঢাকা-রাজশাহী রেলপথের সিরাজগঞ্জের শরতনগর-লাহিড়ী মোহনপুরের মাঝখানে ট্রেনের ধাক্কায় ১৩ বছর বয়সী এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮.৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে শিশুটির মৃত্যু হয়।

আরও পড়ুন: ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণাকালে আটক ২

শিশুটির বয়স আনুমানিক ১২ বছর। উচ্চতা ৫ফুট ৩ ইঞ্চি, স্বাস্থ্য হালকা-পাতলা, গায়ের রং-ফর্সা, মুখমন্ডল-গোলাকার, মাথার চুল কাচা, চুল আনুমানিক ৩ ইঞ্চি লম্বা, পড়নে রয়েছে জিন্স প্যান্ট, হাফহাতা নীল সাদা রংয়ের স্ট্রাইপ টি শার্ট ও কালো রংয়ের জ্যাকেট।

পুলিশ শিশুটির পরিচয় খুঁজে পায়নি। গত তিনদিন যাবত শিশুটির মরদেহ সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে রয়েছে।

সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, পরিচয়হীন শিশুটির মরদেহ তিনদিন যাবত হাসপাতাল মর্গে রয়েছে। পরিচয় খুঁজে পেতে সকল থানায় ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে।

যদি কোন ব্যক্তি শিশুটির পরিচয় জানতে পারেন তবে সিরাজগঞ্জ জিআরপি থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছেন এই কর্মকর্তা।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক