অবশেষে বিপিএল খেলতে এলেন রাসেল-নারাইন 

ঢাকায় পা রাখার পর নারাইন ও রাসেল - সংগৃহীত

অবশেষে বিপিএল খেলতে এলেন রাসেল-নারাইন 

অনলাইন ডেস্ক

অবশেষে বিপিএলে অংশ নিতে কায় পা রাখলেন ফ্র্যাঞ্চাইজি টি২০ টুর্নামেন্টের দুই ফেরিওয়ালা আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। দুজনেই কুমিল্লা ভিক্টোরিয়ানসের খেলোয়াড়।

রাসেল-নারিনের ঢাকায় নামার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে কুমিল্লা। তারা বলছে, ‘ক্যারিবীয় কিংবদন্তি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরিবারের অন্যতম দুই সদস্য সুনীল নারাইন আর আন্দ্রে রাসেল চলে এসেছেন।

এবার হবে মজা!’

বর্তমানে চলছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। ফলে দলের সঙ্গে যোগ দিতে দুই ক্রিকেটারকে উড়াল দিতে হবে সেখানে। সব ঠিক থাকলে কুমিল্লার হয়ে বিপিএলের দশম আসরে রাসেল-নারাইনকে প্রথম খেলতে দেখা যাবে আগামী সোমবার ১৯ ফেব্রুয়ারি। সেদিন সিলেট স্ট্রাইকার্সের মোকাবিলা করবে কুমিল্লা।

এ দুই ক্যারিবীয় তারকার এবার দেরিতে আসার কারণ আছে। স্পিন অলরাউন্ডার নারাইন ব্যস্ত ছিলেন আইএল টি২০ লিগে। আর রাসেল ওয়েস্ট ইন্ডিজের হয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ খেলছিলেন। সেসব ব্যস্ততা সেরে দুজনই এবার একসঙ্গে বাংলাদেশে পা রাখলেন। যা এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা কুমিল্লাকে নিশ্চিতভাবে আরও শক্তি জোগাবে।

news24bd.tv/SHS