নাটোরে ধর্ষকের গ্রেপ্তার দাবিতে সংবাদ সম্মেলন

নাটোরের নলডাঙ্গায় গৃহবধূকে ধর্ষণ মামলায় অভিযুক্ত তুহিন ব্যাপারীকে দ্রুত গ্রেপ্তার ও তার ডিএনএ টেস্ট করানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।

নাটোরে ধর্ষকের গ্রেপ্তার দাবিতে সংবাদ সম্মেলন

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় গৃহবধূকে ধর্ষণ মামলায় অভিযুক্ত তুহিন ব্যাপারীকে দ্রুত গ্রেপ্তার ও তার ডিএনএ টেস্ট করানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে নাটোর শহরের একটি রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, গত বছরের ১৮ ডিসেম্বর রাতে জেলার নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের বাসিন্দা মালেক ব্যাপারীর ছেলে ও তার সহযোগীরা একই এলাকার ওই গৃহবধূকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

আরও পড়ুন: বাগেরহাটে টাকা আত্মসাতকারী ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

এই ঘটনার মামলা দায়েরের পর দুই মাস অতিবাহিত হলেও অভিযুক্তদের গ্রেপ্তার করেনি পুলিশ। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় এই ঘটনার সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে ভুক্তভোগীর পরিবার।

এ সময় তারা দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার এবং অভিযুক্ত তুহিনের ডিএনএ টেস্টের দাবি জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গৃহবধূসহ তার শ্বশুর দুলাল ব্যাপারী, চাচা শ্বশুর আব্দুর রশিদ, কামাল ব্যাপারী, মোহাম্মদ আলী ব্যাপারী, শামসুল ব্যাপারী এবং শাহ আলম মন্ডল উপস্থিত ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আলিম সর্দার জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক