এলএনজি আমদানি করে জ্বালানির চাহিদা মেটানো সম্ভব নয়: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এলএনজি আমদানি করে জ্বালানির চাহিদা মেটানো সম্ভব নয়: নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক

দেশীয় গ্যাস উত্তোলন বাড়ানোর বিষয়ে রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে আবারও সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার সিলেটের কৈলাশটিলা ও হরিপুর গ্যাসক্ষেত্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন নসরুল হামিদ।

তিনি বলেছেন, এলএনজি আমদানি করে জ্বালানির চাহিদা মেটানো সম্ভব নয়। বিকল্প হিসেবে নিজস্ব উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই।

ফলে রাষ্ট্রায়ত্ত বাপেক্স সাফল্য দেখাতে না পারলে প্রতিষ্ঠানটি থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

news24bd.tv/তৌহিদ