আরএমপির অভিযানে ৫৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

উদ্ধার করা ফেন্সিডিল

আরএমপির অভিযানে ৫৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

রাজশাহী নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর বেড়ি বাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে ৫৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফেন্সিডিল উদ্ধার করা হয়।  

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আসামিরা কৌশলে পালিয়ে যায়। আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।

 

পলাতক আসামিরা জামাল আলী (৪০) ও মো: সাজেদুল ইসলাম সাজজুল (৪৭)। জামাল আলী রাজশাহী মহানগরীর কাটাখালী থানার খিদিরপুর পশ্চিম খানপুরের শাহজাহান আলীর ছেলে ও সাজেদুল দামুকড়া থানার হরিপুর গ্রামের ইয়ার মোহাম্মদের ছেলে।

পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আসামি জামাল ও সাজেদুলের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

news24bd.tv/SHS