তানজিদ-ব্রুসের কল্যাণে চট্টগ্রামের ১৫৯

ব্রুস-তানজিদের জুটির ওপর দাঁড়িয়েই চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে চট্টগ্রাম - বিসিবি

তানজিদ-ব্রুসের কল্যাণে চট্টগ্রামের ১৫৯

অনলাইন ডেস্ক

তানজিদ হাসান তামিম ও টম ব্রুসের ব্যাটিং কল্যাণে দুর্দান্ত ঢাকাকে লড়াকু চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তৃতীয় উইকেটে এ দুই ব্যাটারের ৯৫ রানের জুটির সুবাদে ৬ উইকেটে ১৫৯ রান করেছে চট্টগ্রাম। টানা ১১ হারের লজ্জা নিতে না চাইলে ১৬০ রান করতে হবে ঢাকাকে।  

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামে চট্টগ্রাম।

শুরুতে ২ উইকেট হারিয়ে বসলেও জমে যায় তানজিদ-ব্রুসের জুটি । তাতেই চ্যালেঞ্জিং স্কোরের ভিত পায় চট্টগ্রাম।  

ইনিংসের প্রথম বলেই সৈকত আলীর উইকেট তুলে নেন মোসাদ্দেক হোসেন। এরপর দলীয় ২৪ রানে জস ব্রাউনের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ।

এরপর ৯৫ রানের বড় জুটি গড়েন তানজিদ-ব্রুস। ব্যক্তিগত ৪৮ রানে ব্রুস ফিরলে ভাঙে এ জুটি। তবে ঠিকই ফিফটি তুলে নিয়েছেন তানজিদ। থামার আগে ৫১ বলে ৭০ রান আসে এই বাঁহাতির ব্যাট থেকে।  

এ জুটির পর বাকিরাও তেমন সুবিধা করতে পারেনি। রোমারিও শেফার্ড ৩, শুভাগত হোম ৯ রানে আউট হন। ৬ রানে অপরাজিত থাকেন সাহাদাত হোসেন দীপু।

চলতি আসরের সর্বোচ্চ উইকেটশিকারি শরীফুল ইসলাম এদিনও মাত্র ১৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তাসকিন ২ উইকেট পেতে খরচ করেছেন ৩৮ রান।

news24bd.tv/SHS