নড়াইলে পানিতে ডুবে ১০ম শ্রেণির ছাত্রের মৃত্যু

নড়াইলে পানিতে পড়ে এক ১০ম শ্রেনীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছবি: নিউজ২৪

নড়াইলে পানিতে ডুবে ১০ম শ্রেণির ছাত্রের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

নড়াইলে পানিতে পড়ে এক ১০ম শ্রেনীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৮ফেব্রুয়ারি) সকালে নড়াইল সদর উপজেলার জুড়ুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  

জানা যায়, নিহনের নাম সুজন বিশ্বাস। সে জুড়ুলিয়া গ্রামের আফসার বিশ্বাসের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, সুজন প্রতিদিন সকালে বাড়ির পাশের পুকুর পাড়ের আম গাছের ডালে ঝুলে শরীরিক কসরত (শরীরচর্চা) করতো। রোববার সকালে সুজন বাড়ির সবার অজান্তে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যায়। সেখানে আম গাছের ডালে ঝুলতে গিয়ে হাত ফোসকে পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় সেখান থেকে উঠতে পারে নি।

ঘটনার বেশ কিছুক্ষণ অতিবাহিত হবার এক পর্যায়ে সুজনের মা ছেলের পানিতে পড়ে যাবার বিষয় জানতে পেরে চিৎকার কান্নাকাটি শুরু করলে তার আর্তচিৎকারে প্রতিবেশিরা গিয়ে সুজনকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে তৎক্ষনাৎ নড়াইল সদর হাসপাতালে নেয়।

আরও পড়ুন: খৈয়াছড়া ঝর্ণায় পা পিছলে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

হাসপাতের দায়িত্বরত চিকিৎসক পরিক্ষা শেষে সুজনকে মৃত ঘোষণা করেন। সুজন জুড়ুলিয়া জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ে এবার দশম শ্রেনীতে উঠেছে। তার অকাল মৃত্যুতে শোকার্ত স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ।

news24bd.tv/DHL