‘ন্যাশনাল মেডিকেলে সাঈদ খোকনকে সভাপতি নিয়োগ কেন অবৈধ নয়’

সংগৃহীত ছবি

‘ন্যাশনাল মেডিকেলে সাঈদ খোকনকে সভাপতি নিয়োগ কেন অবৈধ নয়’

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য সাঈদ খোকনকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের গভর্নিং বডির সভাপতি নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। হাইকোর্ট ও আপিল বিভাগের সিদ্ধান্ত আছে, যেকোনো সংসদ সদস্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান চেয়ারম্যান হতে পারবেন না।

কিন্তু ওই সিদ্ধান্ত লঙ্ঘন করে গত ১৬ জানুয়ারি ঢাকা ৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়।

আরও পড়ুন : সনির সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে আপিল

একইসাথে ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের ৩৮ ধারা অনুযায়ী উপাচার্য এক জন প্রতিনিধি নিয়োগ দিতে পারেন কিন্তু তা লঙ্ঘন করে ৪ জন সদস্য নিয়োগ দিয়েছেন।

রুলে উপাচার্যের এই কর্তৃত্ব বহির্ভূত নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে এই রিটের জবাব দিতে বলেছেন হাইকোর্ট। শিক্ষা সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাংসদ সাঈদ খোকনসহ ১০ জনকে এই রিটের জবাব দিতে বলা হয়।

news24bd.tv/FA