অপতথ্য বন্ধে বাংলাদেশের সাথে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন

চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী

অপতথ্য বন্ধে বাংলাদেশের সাথে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক

ভুল তথ্য এবং অপতথ্য বন্ধ করতে টেকনোলজিক্যাল এবং আইনি পরামর্শ দেবে ইউরোপীয় ইউনিয়ন। এগুলো বন্ধ করতে আগামীতে দুই দেশ এক হয়ে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের পাশে সব ধরনের সহযোগিতার মানসিকতা নিয়ে পাশে আছে ইইউ।

প্রতিমন্ত্রী জানান, অপতথ্য নিয়ে ইউরোপীয় ইউনিয়নও সমস্যায় আছে। তারা সেটা কারিগরি এবং আইনিভাবে মোকাবিলা করছে। বাংলাদেশকে সেই পরামর্শ দেবে তারা।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী।

কিন্তু অপতথ্য এবং মিথ্যা তথ্য বন্ধ করতে চায়।

এসময় চার্লস হোয়াইটলি বলেন, মত প্রকাশের স্বাধীনতা একটি দেশের শক্তি। তবে এটা করতে গিয়ে অপতথ্য যেন না হয় সেটা দেখার দায়িত্ব সরকারের।  এ বিষয়ে দুই দেশ এক হয়ে কাজ করবো।

news24bd.tv/FA