নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রকে বাঁচিয়েছে জাতীয় পার্টি : চুন্নু

ফাইল ছবি

নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রকে বাঁচিয়েছে জাতীয় পার্টি : চুন্নু

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির ১৩ জন কার্যকর ভূমিকা রাখতে পারলে সংসদকে কার্যকরী করা সম্ভব বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সংখ্যা দিয়ে কিছু হয় না বলে মন্তব্য করেন তিনি।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনীত দু'জনের মনোনয়ন জমা দিতে এসে একথা বলেন তিনি। ৭ তারিখের নির্বাচনে এসে জাতীয় পার্টি গণতন্ত্রকে বাঁচিয়েছে বলেও মন্তব্য করেন চুন্নু।

চুন্নু আরও বলেন, জাতীয় পার্টি গতবারের মতো এবারও সংসদে শক্ত ও কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করবে।  বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির ভূমিকা হবে শক্ত।

news24bd.tv/FA