অভিনেতা তাপস পালের প্রয়াণ দিবস আজ

অভিনেতা তাপস পালের প্রয়াণ দিবস আজ

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গের অভিনেতা এবং রাজনীতিবিদ তাপস পালের প্রয়াণ দিবস আজ (১৮ ফেব্রুয়ারি)। ২০২০ সালের আজকের এই দিনে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

আশি-নব্বই দশকে দুই বাংলাতেই তাপস পালের জনপ্রিয়তা ছিল তুঙ্গে।

অভিনয়দক্ষতা দিয়ে দর্শকমন জয় করেছিলেন এই অভিনেতা।

১৯৮০ সালে 'দাদার কীর্তি' নামের জনপ্রিয় একটি সিনেমার মাধ্যমে তাপস পালের ফিল্মি ক্যারিয়ারের শুরু। তরুণ মজুমদার পরিচালিত ওই ছবিটিতে তাপস পালের বিপরীতে প্রয়াত নায়িকা মহুয়া রায়চৌধুরী এবং দেবশ্রী রায় অভিনয় করেছিলেন।

তরুণ মজুমদার, তপন সিংহ, অঞ্জন চৌধুরী, বুদ্ধদেব দাশগুপ্ত, হরনাথ চক্রবর্তীসহ অনেক নামী পরিচালকের ছবিতে তিনি কাজ করেছেন।

উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা।  

অভিনেতা হিসেবে তিনি বাংলাদেশেও সমান জনপ্রিয় ছিলেন। ‘সাহেব’ ছবির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার পান।

অভিনয় ছাড়াও তিনি ২০০১ সাল থেকে তৃণমূল কংগ্রেস দলের দুইবার বিধায়ক এবং দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন: অসুস্থ ফারুকী-তিশার মেয়ে ইলহাম, চাইলেন দোয়া

তিনি নানা সময় বিতর্কেরও জন্ম দিয়েছেন। ভারতে যাকে 'চিট-ফান্ড কেলেঙ্কারি' বলা হয়, সেরকমই একটি বেআইনি আমানত সংগ্রহ সংস্থার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো মি. পালকে গ্রেপ্তার করেছিল।

news24bd.tv/TR