ফরিদপুরে থানা থেকে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন (৫১) পালানোর ঘটনায় আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার (১৩ মে) বিকেলে স্ট্যান্ড রিলিজ হওয়া আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দুপুরে আটকের পর থানা থেকে কৌশলে পালিয়ে যান আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন (৫১)। তবে পলাতক নাসির উদ্দিনকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, জেলার আলফাডাঙ্গা পৌরসদরের বাকাইল এলাকার ব্যবসায়ী নাসির উদ্দিনের টিনের দোকান রয়েছে। তিনি আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন। গতকাল সোমবার দুপুরের দিকে তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে থানায় নেয়...
থানা থেকে আ. লীগ নেতা পালানোর ঘটনায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
অনলাইন ডেস্ক

তিন বাংলাদেশিকে ফিরিয়ে দিলো আরাকান আর্মি
অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের নাফ নদ থেকে ধরে নেওয়া বাংলাদেশি তিন জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। আজ মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় টেকনাফ-২ বিজিবির প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা হয়। এর আগে গতকাল সোমবার (১২ মে) দুপুরে বাংলাদেশের লেদা সীমান্ত সংলগ্ন নাফ নদ থেকে তাদের আটক করে আরাকান আর্মি। আটককৃত তিন জেলে হলেন- হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা গ্রামের আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ ছিদ্দিক (২২), মোহাম্মদ নুরের ছেলে রবিউল আলম (২৩) এবং হোসেন আহমেদের ছেলে মোহাম্মদ হোসেন (২৫)। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নাফ নদ থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি তিন জেলেকে ফেরত আনতে আরাকান আর্মি সঙ্গে যোগাযোগ করে বিজিবি। মঙ্গলবার তাদের ফেরত আনতে সক্ষম হই...
‘দা’ দিয়ে স্ত্রীকে খুন, আসামির যাবজ্জীবন
রংপুর প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূ ছালেহা বেগম হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং আরও চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন গঙ্গাচড়া উপজেলার মৌভাষা বামটারি চরের মৃত মোজাম্মেল ওরফে মোজাম শেখের ছেলে মো. বুলবুল। তার সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ডও ধার্য করা হয়েছে, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যান্য সাজাপ্রাপ্তরা হলেন- মো. নুরুল আমিন: ১ বছরের সশ্রম কারাদণ্ড মোছা. আফরোজা বেগম, লালমিয়া ও মো. নুর আলম: ৬ মাসের সশ্রম কারাদণ্ড এ ছাড়া মামলার অপর তিনজন আসামিকে খালাস দেন আদালত। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ মার্চ, পারিবারিক বিরোধের জেরে বাদী মো. মঞ্জুম আলীর পরিবার ও আসামিদের মধ্যে সংঘর্ষ বাধে। ওই দিন...
সিরাজগঞ্জের সেই আয়নাঘরের মালিক গ্রেপ্তার, আদালতে যা জানালেন
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ব্যক্তিগত আয়নাঘরে দুইজন নারী ও পুরুষকে পাঁচ মাস বন্দি রাখার পর মাটি খুড়ে সুরঙ্গ বানিয়ে বেড়িয়ে আসার ঘটনায় আলোচিত সেই বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আয়নাঘর ও আটকের বিষয়ে আদালতে স্বীরোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (১৩ মে) বিকেলে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (১) এর বিচারক আলমগীর হোসেন ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। আয়নাঘরের গ্রেপ্তারকৃত মালিক সুমন সেখ (২৩) রায়গঞ্জ উপজেলার সোনারাম মধ্যপাড়ার জহুরুল ইসলামের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিরাজগঞ্জ ডিবির এসআই নাজমুল হক রতন জানান, সোমবার দিবাগত রাতে সদর উপজেলার বহুলী বাজার এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় স্বীরোক্তিমূলক জবানবন্দি দেন। সাড়ে ৩ ঘণ্টা...