সমুদ্রভাগেও গ্যাস অনুসন্ধান করতে চায় শেভরন : জ্বালানি প্রতিমন্ত্রী

ফাইল ছবি

সমুদ্রভাগেও গ্যাস অনুসন্ধান করতে চায় শেভরন : জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, সমুদ্রভাগেও গ্যাস অনুসন্ধান করতে চায় মার্কিন কোম্পানি শেভরন। এটা নিয়ে আগাচ্ছে তারা।

এ বিষয়ে শেভরনের প্রেসিডেন্ট এরিক ওয়াকার বলেন, সমুদ্রভাগে গ্যাস অনুসন্ধানের জন্য আমরা মাল্টিক্লায়েন্ট সার্ভের তথ্য নিয়ে কাজ করছি।  এছাড়া বিবিয়ানার ফ্লাংক এলাকায় আরও বিপুল গ্যাসের সন্ধান পেয়েছে শেভরন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে এসব জানান তারা। এদিন হবিগঞ্জের রশিদপুর গ্যাসক্ষেত্র থেকে আনুষ্ঠানিক ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন : জাতীয় গ্রিডে যুক্ত হলো রশিদপুরের ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

সংশ্লিষ্টরা জানান, গ্যাস ফিল্ডের কূপ-২ থেকে দীর্ঘদিন গ্যাস উত্তোলন বন্ধ ছিল। ওয়ার্কওভারের মাধ্যমে উৎপাদন উপযোগী করা হয়েছে।

ওই কূপ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। ওয়ার্কওভারের মাধ্যমে এই পরিমাণে গ্যাস পাওয়ার নজির খুবই কম। অন্যদিকে ৯ নম্বর কূপটি নতুন সেখানে পাইপলাইন না থাকায় গ্যাস উত্তোলন করা যাচ্ছিল না।

news24bd.tv/FA