রাজশাহীতে অজানা ভাইরাসে আক্রান্তদের দেহে নিপাহ শনাক্ত হয়নি

রাজশাহীতে তিন দিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু নিপাহ ভাইরাসে হয়নি।

রাজশাহীতে অজানা ভাইরাসে আক্রান্তদের দেহে নিপাহ শনাক্ত হয়নি

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে তিন দিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু নিপাহ ভাইরাসে হয়নি। আইসিডিডিআরবিতে নমুনা পরীক্ষার রিপোর্টে এমন তথ্য মিলেছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তাদের বাবা-মায়ের রিপোর্টও নেগেটিভ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ জানান, আইসিডিডিআরবিতে পাঠানো নমুনায় মৃত দুই শিশু ও চিকিৎসাধীন তাদের পিতা-মাতার নিপাহ ভাইরাস শনাক্ত হয়নি।

অন্য কোন ভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষা করা হবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ নম্বর নিপাহ আইসোলেশন ওয়ার্ডের ইনচার্জ ডা. মাহবুব জানান, নিপাহ ভাইরাস শনাক্ত না হওয়ায় দুই শিশুর পিতা-মাতা মনজুর রহমান ও পলি খাতুনের স্বাস্থ্য স্থিতিশীল থাকলে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে।

আরও পড়ুন: রাজশাহীতে অজানা ভাইরাসে দুই বোনের মৃত্যু, আইসোলেশনে বাবা-মা

এর আগে তিন দিনের ব্যবধানে মারা যায় দুই বছর বয়সের শিশু মারিশা ও পাঁচ বছর বয়সী মাশিয়া নামের দুই বোন। গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জ্বরে আক্রান্ত হয় মারিশা।

ঘন ঘন বমি হওয়ায় তাকে রাজশাহীর সিএমএইচ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মাশিয়ারও জ্বর আসলে রাজশাহীতে সিএমএইচে আনলে তার পুরো শরীরে ছোট কালো দাগ উঠতে থাকে। চিকিৎসকেরা তাকে রামেক হাসপাতালে পাঠায়। গত রাতে রামেক হাসপাতালে আনলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মাশিয়াও মারা যায়।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক