দুর্নীতি-অনিয়মের অভিযোগ অস্বীকার করলেন চবি উপাচার্য

চবি উপাচার্য শিরীণ আখতার।

দুর্নীতি-অনিয়মের অভিযোগ অস্বীকার করলেন চবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

অনৈতিকভাবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি, উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার করে আমার পদত্যাগ চেয়েছে শিক্ষক সমিতি- সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার।

ছাত্রলীগের টানা সংঘর্ষ, যৌন নিপীড়নবিরোধী আন্দোলন এবং নিয়োগ বানিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে ভিসি ও প্রো ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষকদের একদফা আন্দোলন নিয়ে রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।

আরও পড়ুন: রাজশাহীতে অজানা ভাইরাসে আক্রান্তদের দেহে নিপাহ শনাক্ত হয়নি

এ সময় গত চার বছরে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি-অনিয়মের সব অভিযোগ অস্বীকার করেন তিনি। সংবাদ সম্মেলনে উপ উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, প্রক্টরিয়াল বডির সদস্যসহ উপাচার্যপন্থী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শিরীন বলেন, ছাত্রলীগের মারামারির বিষয়ে মামলা করতে শিক্ষামন্ত্রী চাপ দিলেও তদন্ত রিপোর্ট ছাড়া কিছুই করতে পারবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক