ইমরান খানের শিরশ্ছেদ করা উচিত ছিল: মরিয়ম

`২০১৪ সালেই ইমরান খানের শিরশ্ছেদ করা উচিত ছিল’ এমন একটি মন্তব্য এখন পাকিস্তানের রাজনীতিতে আলোচনার ঝড় তুলেছে।'

ইমরান খানের শিরশ্ছেদ করা উচিত ছিল: মরিয়ম

অনলাইন ডেস্ক

‘২০১৪ সালেই ইমরান খানের শিরশ্ছেদ করা উচিত ছিল’ এমন একটি মন্তব্য এখন পাকিস্তানের রাজনীতিতে আলোচনার ঝড় তুলেছে। মন্তব্যটি করেছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) তথ্যসচিব মরিয়ম আওরঙ্গজেব। এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করার পর থেকে তিনি দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। খবর: এক্সপ্রেস ট্রিবিউন

মরিয়ম দাবি করেন, ২০১৪ সালে ক্ষমতাসীন পিএমএল-এনকে ক্ষমতাচ্যুত করতে রাজধানী ইসলামাবাদে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে অবস্থান কর্মসূচি করেছিলেন ইমরান খান।

তিনি বলেন, ইমরান ও তার দলীয় নেতাদের যদি ওই সময়ই শিরশ্ছেদ করা হতো, তাহলে এখন তিনি মূল সমস্যা হয়ে দাঁড়াতে পারতেন না।

গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকেই পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল। নির্বাচন শেষে হওয়ার এক সপ্তাহ পার হওয়ার পর এখনো সরকার গঠন করতে পারেনি কোনো দল। এরমধ্যেই মরিয়ম আওরঙ্গজেবের এমন মন্তব্যে অবাক গোটা পাকিস্তান।

news24bd.tv/আইএএম