অর্থনীতির প্রসারে বেসরকারি খাতের সমস্যার সমাধান করতে হবে: ড. মসিউর রহমান

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।

অর্থনীতির প্রসারে বেসরকারি খাতের সমস্যার সমাধান করতে হবে: ড. মসিউর রহমান

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি খাতের সমস্যা চিহ্নিত করে সমাধান না করলে অর্থনীতির প্রসার হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ১৬ দিনে প্রবাসী আয় ১২ হাজার ৬৫০ কোটি টাকা

‘দ্বি-বার্ষিক অর্থনৈতিক অবস্থা এবং বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যত দৃষ্টিভঙ্গি- বেসরকারি খাতের পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে মসিউর বলেন, একদিকে ঋণের সুবিধা দেওয়া আর অন্যদিকে মুদ্রা ছড়িয়ে না পড়ার ব্যবস্থা থাকায় আমাদের মু্দ্রানীতির হস্তান্তর প্রক্রিয়া দুর্বল। নানা সমস্যার মাঝেও দেশে বেসরকারি খাতের প্রসার ঘটেছে।

আবার বেসরকারি খাত যদি মনে করে সব সমাধান সরকার করবে, এটাও ঠিক নয়।

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মো হাবিবুর রহমান জানান, আগামী মাস নাগাদ মুদ্রাস্ফীতি কমার আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রাস্ফীতি না কমা পর্যন্ত সংকোচন মূলক মুদ্রানীতি অব্যাহত থাকবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ।

এ সময় তিনি বলেন, ঋণ ও ডলার সংকট পরিস্থিতির কারণে দেশে বেসরকারি খাতের প্রবৃদ্ধি কমছে। এতে করে হুমকিতে পড়তে পারে কর্মসংস্থানসহ নানা খাত।

news24bd.tv/ab