বাগেরহাটে মাদক কারবারের অভিযোগে শ্রমিক লীগ ও যুবদল নেতা আটক

বাগেরহাটে মাদক কারবারের অভিযোগে শ্রমিক লীগ ও যুবদল নেতা আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় মাদক কারবার ও সেবনের অভিযোগে শ্রমিক লীগ ও যুবদলের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

রোববার দুপুরে আদালতের বিচারত গ্রেপ্তারদের কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তাররা হলেন উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি জিলবুনিয়া গ্রামের সায়েম গাজীর ছেলে সেলিম গাজী (৩৮), উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কদমতলা গ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম সোহাগ (৪২), জানেরপাড় গ্রামের রশিদ শিকদারের ছেলে নাছির শিকদার (৫৫) ও রাজৈর গ্রামের নুরুল হক আকনের ছেলে সোলায়মান আকন (৪)।

শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার সরদার জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেলিম গাজী ও শহিদুল ইসলাম সোহাগকে উত্তর কদমতলা গ্রামের খালেক ডক্তারের মাছের ঘের থেকে গ্রেপ্তার করা হয়েছে। এরা দুজন মাদকসেবী। এছাড়া মাদক করাবারি নাছির শিকদার ও সোলায়মানকে রাজৈর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এদের কাছ থেকে ৩৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রোববার সকালে বাগেরহাট আদালতে পাঠালে বিচারত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: আদেশ দিলাম, পত্রিকায় নাম আসল এটা চাই না: হাইকোর্ট

news24bd.tv/তৌহিদ