৪৬তম বিসিএস পরীক্ষা পেছানোর ক্ষতি যেভাবে পুষিয়ে দেবে পিএসসি

পিএসসি

৪৬তম বিসিএস পরীক্ষা পেছানোর ক্ষতি যেভাবে পুষিয়ে দেবে পিএসসি

অনলাইন ডেস্ক

আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দিন নির্ধারণ ছিল। কিন্তু সেটা এখন পিছিয়ে ২৬ এপ্রিল নেওয়ার ঘোষণা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে এতে সময়ের যে ক্ষেতির মুখে পড়ছে চাকরি প্রার্থীরা, তা পুষিয়ে দিতে চেয়েছে পিএসসি।  

রোববার (১৮ ফেব্রুয়ারি) এক বিশেষ সভা শেষে পিএসসি জানায়, পরীক্ষা আগামী ২৬ এপ্রিল হবে।

পরীক্ষা পেছানোর কারণে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে দ্রুত সময়ে ফল প্রকাশ ও লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।  

সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বলেও জানিয়েছে পিএসসি।  

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

news24bd.tv/আইএএম