সনির সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে আপিল

ফাইল ছবি

সনির সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে আপিল

নিজস্ব প্রতিবেদক

হলফনামায় তথ্য গোপন করায় চট্টগ্রাম-২ আসনের নৌকা মার্কার এমপি খাদিজাতুল আনোয়ার সনির সংসদ সদস্য পদ বাতিল ও পুনঃনির্বাচন চেয়ে হাইকোর্টে নির্বাচনী আপিল দায়ের করেছেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমেদ।

রোববার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিবের বেঞ্চ আবেদনটি গ্রহণ করে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ শুনানি হতে পারে বলে জানায়।

আরও পড়ুন: অর্থনীতির প্রসারে বেসরকারি খাতের সমস্যার সমাধান করতে হবে: ড. মসিউর রহমান

আপিলে দাবি করা হয়, নির্বাচনী হলফনামায় খেলাপী ঋণ সংক্রান্ত আদালতের মামলাসহ আটটি ব্যাংক থেকে নেওয়া ঋণের তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন খাদিজাতুল আনোয়ার সনি।

৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব পেয়েছেন ৩৬ হাজার ৫৮৭ ভোট। একতারা প্রতীকে সুপ্রীম পার্টির চেয়ারম্যান সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী পেয়েছেন ৩ হাজার ১৩৮ ভোট।

news24bd.tv/ab