আর্মি স্টেডিয়ামে বিশ্ব মিলিটারি আর্চার চ্যাম্পিয়নশিপ শুরু ২৬ ফেব্রুয়ারি

আর্চারি

আর্মি স্টেডিয়ামে বিশ্ব মিলিটারি আর্চার চ্যাম্পিয়নশিপ শুরু ২৬ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক

২৬ ফেব্রুয়ারি থেকে ঢাকা আর্মি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী সিআইএসএম বিশ্ব মিলিটারি আর্চার চ্যাম্পিয়নশিপ। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে বাংলাদেশসহ ১২টি দেশের ১০৫ জন নারী-পুরুষ ও প্যারা আর্চার অংশগ্রহণ করবে।  

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কর্নেল মালিক শামস উদ্দীন মুহাম্মদ মঈন।

 

এ সময় আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বদরুল হক ও আর্চারি ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিরণ উপস্থিত ছিলেন।  

প্রতিযোগিতায় মোট ১৪টি স্বর্ণ, ১৪টি রৌপ্য এবং ২৬টি ব্রোঞ্জ মেডেল প্রদান করা হবে।

news24bd.tv/আইএএম