জার্সির জন্য বাংলাদেশকে বেছে নিতে পারে বার্সেলোনা!

বাংলাদেশকে নিজেদের পরবর্তী মৌসুমের জার্সি তৈরির তালিকায় শীর্ষে রেখেছে ফুটবল ক্লাব বার্সেলোনা

জার্সির জন্য বাংলাদেশকে বেছে নিতে পারে বার্সেলোনা!

অনলাইন ডেস্ক

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সুখ্যাতি রয়েছে গোটা বিশ্ব জুড়ে। এর একাধিক কারণ রয়েছে। সম্প্রতি বিশ্বের জনপ্রিয় ক্লাব এফসি বার্সেলোনার একদল প্রতিনিধি বাংলাদেশের ফ্যাক্টরি ঘুরে গেছে।

তাই ধারণা করা হচ্ছে আগামী মৌসুমে বার্সার জার্সি তৈরি হতে পারে বাংলাদেশেই।

একে তো বাংলাদেশের বিশাল এক জনগোষ্ঠী দক্ষ শ্রমশক্তিতে নিয়োজিত অন্যদিকে বাংলাদেশে তৈরি পণ্যের বিশ্ববাজারে বেশ কদর রয়েছে। তাই বাংলাদেশ হতে পারে বার্সেলোনার নতুন এক 'জার্সি হাব'।

এই ব্যাপারে স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভ তাদের এক প্রতিবেদনে এমন দাবিই করেছে। মুন্ডোর খবরে জানানো হয়েছে, চলতি মৌসুম এখনো অনেকটা বাকি।

তার মধ্যেই বার্সা পরের মৌসুমের জার্সি তৈরিতে নজরে রেখেছে বাংলাদেশকে। যদিও বাংলাদেশের সঙ্গে বার্সার প্রতিনিধিদলের পছন্দের তালিকায় আছে চীন।

উল্লেখ্য, জার্সি স্পন্সর নাইকির সাথে দীর্ঘ ২৬ বছরের সম্পর্কের ইতি টেনে বার্সা জার্মান প্রতিষ্ঠান পুমার সাথে নতুন চুক্তিতে যাচ্ছে বলে জানা গেছে। সেখান থেকে ২০০ মিলিয়ন ইউরো বা ২১৬ মিলিয়ন ডলার আয় করবে ক্লাবটি।  

আরও পড়ুন: পিএসজি ছেড়ে চট্টগ্রামের ক্লাবে যোগ দিচ্ছেন এমবাপ্পে!

এর আগে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা নাইকিকে নিয়ে বেশ কড়া ভাষায় মন্তব্য করেছিলো। কিন্তু পুমার সাথে ঠিক কয় বছরের চুক্তিতে যাচ্ছে বার্সা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

news24bd.tv/SC