গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

গাজীপুরে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গাজীপুরের জয়দেবপুর জোনে বাসন থানার মোগড়খাল এলাকায় রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: বাগেরহাটে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২০

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জয়দেবপুর জোনের ডেপুটি ম্যানেজার ইন্জিনিয়ার আসাদুজ্জামান আজাদের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান।

এ সময় ১৫০টি বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দুই ইঞ্চি সাইজের ৫০ মিটার পাইপ উত্তোলন করা হয়।

পরে অবৈধ গ্যাস সংযোগ স্থাপনের দায়ে দুই বাড়ির মালিককে জরিমানা করা হয়। এ সময় একজন বাড়ির মালিককে ৫০ হাজার টাকা এবং অন্যজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে তিতাস কর্তৃপক্ষ।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক