নির্বাচন কুক্ষিগত করতেই বিএনপি নেতাদের জেলে নেওয়া হয়: আমির খসরু

আমির খসরু মাহমুদ চৌধুরী

নির্বাচন কুক্ষিগত করতেই বিএনপি নেতাদের জেলে নেওয়া হয়: আমির খসরু

অনলাইন ডেস্ক

নির্বাচন কুক্ষিগত করতেই নেতাদের জেলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন সদ্য-কারামুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি মনে করেন, সংকট সমাধানে এখনো সুযোগ আছে আলোচনার।  

গত ২৮ অক্টোবর সংঘর্ষের ঘটনায় আটকের সাড়ে তিন মাস পর গত বৃহস্পতিবার জেল থেকে মুক্তি পান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। কারামুক্তির পর তার প্রথম সাক্ষাৎকারে গণমাধ্যমে তুলে ধরেন কারাগারের বিভিন্ন ঘটনা।

মনে করিয়ে দেন দলের ১৩ নেতার মৃত্যুর ঘটনাও। তিনি গণতান্ত্রিক উপায়ে সংকট সমাধানের আহ্বান জানান সরকারকে।  

এদিকে কেন্দ্রীয় তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি অভিযোগ করেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার খেলায় নেমেছে আওয়ামী লীগ।

 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খালেদা জিয়ার মুক্তি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে সারা দেশে জেলা পর্যায়ে আজ লিফলেট বিতরণ করেছে বিএনপি। এ সময় নেতারা ৭ জানুয়ারির নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ আখ্যা দিয়ে বাতিলের দাবি জানান।
news24bd.tv/আইএএম