ভারতীয় বক্সারকে হারিয়েছেন বাংলাদেশের সুর কৃষ্ণ

ভারতীয় বক্সার সন্দ্বীপ কুমারকে পাত্তাই দেননি বাংলাদেশের সুর কৃষ্ণ চাকমা

ভারতীয় বক্সারকে হারিয়েছেন বাংলাদেশের সুর কৃষ্ণ

অনলাইন ডেস্ক

ভারতীয় শক্তিশালী বক্সার সন্দ্বীপ কুমারকে আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় 'পাথ টু গ্লোরি হাসল ইন ঢাকা স্কয়ার'-এ হারিয়েছেন বাংলাদেশের সুর কৃষ্ণ চাকমা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৮ রাউন্ডের লাইটওয়েট ক্যাটাগরিতে সুর কৃষ্ণ চাকমার কাছে যেনো পাত্তাই পাননি ভারতের সন্দ্বীপ।

জয়ের পর জাতীয় পতাকা গায়ে জড়িয়ে নেন সুর কৃষ্ণ। এ সময় বাংলাদেশের প্রো বক্সিং ফাউন্ডেশনের সভাপতি আদনান হারুন তাকে মঞ্চে গিয়ে অভিনন্দন জানান।

দীর্ঘদিন ডেঙ্গুতে অসুস্থ থাকার পর এই বছরের জানুয়ারি মাসে ব্যাংকক জিতে নেন সুর কৃষ্ণ। ফেব্রুয়ারিতে জিতলেন ঢাকায়।

উচ্ছ্বসিত এই বক্সার জানান, প্রথমে ওকে বেশি একটা পাত্তা দেইনি। ভেবেছিলাম ও আহামরি বক্সার না।

কিন্তু ম্যাচের আগে আমি অনেক অনুশীলন করেছি। চ্যাম্পিয়ন হতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি এই প্রতিযোগিতার জন্য অনেক অনুশীলন করেছি। ১৫ দিন আগে লড়াই করে পর্যাপ্ত বিশ্রাম নিতে পারিনি। এর মধ্যেই এই ম্যাচ চলে আসে। এই ম্যাচ জেতায় আমার সামনে আরও বড়ো চ্যালেঞ্জ রইলো।

আরও পড়ুন: এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের ইমরানুর

এদিকে এই জয় দিয়ে ১০ রাউন্ডের লড়াইয়ে নামতে পারবেন বাংলাদেশের এই বক্সার।