মুদ্রা পাচারে জড়িত সাত ব্যাংক ও দুই মানি এক্সচেঞ্জ চিহ্নিত করেছে দুদক

দুর্নীতি দমন কমিশন (বাংলাদেশ)

মুদ্রা পাচারে জড়িত সাত ব্যাংক ও দুই মানি এক্সচেঞ্জ চিহ্নিত করেছে দুদক

অনলাইন ডেস্ক

শাহজালাল বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা পাচারের সঙ্গে জড়িত অভিযোগে সাত ব্যাংক ও দুই মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। একইসঙ্গে অবৈধ চক্রের সাথে জড়িতদের খুঁজে পেতে সিসিটিভি ফুটেজ তলব করেছে সংস্থাটি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে।

সম্প্রতি দুদকের অভিযানে উঠে আসে এসব প্রতিষ্ঠানের অসংগতির বিষয়টি।

তারা জানায়, শাহজালাল বিমানবন্দরে বৈদেশিক মূদ্রা অবৈধ চ্যানেলে বিক্রি হওয়ায় প্রতিদিন শতকোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।

আরও পড়ুন: ভুয়া উপসচিব-প্রোগ্রাম অফিসার পরিচয়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

সংস্থাটি বলছে, প্রতিদিন হাজার হাজার প্রবাসী ও বিদেশিরা বাংলাদেশে ভ্রমণের সময় সঙ্গে থাকা বিদেশি মুদ্রা বিমানবন্দরের ব্যাংকগুলোর বুথ বা মানি এক্সচেঞ্জের মাধ্যমে বাংলাদেশি টাকায় রূপান্তর করেন। কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলোর কোনো কোনো অসাধু কর্মকর্তা ভাউচার না দিয়ে বা ভুয়া ভাউচারে ফরেন কারেন্সি গ্রহণ করে গ্রাহকদের টাকা দেয়। ফলে বিদেশি এসব মুদ্রা কেন্দ্রিয় রিজার্ভে যুক্ত না হয়ে কালোবাজারিদের মাধ্যমে আবারও বিদেশে পাচার হয়ে যায়।

news24bd.tv/DHL