পাপুয়া নিউগিনিতে উপজাতীয় সংঘাতে ৫৩ জন নিহত

পাপুয়া নিউগিনির হাইল্যান্ডে দুই উপজাতীয় গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের জেরে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। ছবি: এবিসি

পাপুয়া নিউগিনিতে উপজাতীয় সংঘাতে ৫৩ জন নিহত

অনলাইন ডেস্ক

পাপুয়া নিউগিনির প্রত্যন্ত অঞ্চল হাইল্যান্ডে দুই উপজাতীয় গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের জেরে গোলাগুলির ঘটনায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে বিগত সপ্তাহে হাইল্যান্ডে গোলাগুলিতে অন্তত ৫৩ জন নিহত হয়েছে। হাইল্যান্ডে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলছে।

তবে এবারের হত্যাকাণ্ড বিগত বছরের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। রাজধানী পোর্ট মরেসবি থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত ওয়াবাগ শহর থেকে পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার শুরু করেছে।

স্থানীয় সংবাদপত্র পোস্ট-কুরিয়ারের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, ঘটনাটি রোববারের এবং এটি দুটি উপজাতির মধ্যে আগের লড়াইয়ের সঙ্গে সম্পৃক্ত।

আরও পড়ুন: ইউক্রেনের আভদিভকার নিয়ন্ত্রণ নিল রাশিয়া, যুদ্ধে বড় সাফল্য

রয়েল পাপুয়া নিউগিনি কনস্টাবুলারি’র ভারপ্রাপ্ত সুপার জর্জ কাকাস এবিসি নিউজকে বলেন, পরিস্থিতি খুবই ভয়াবহ।

এটিই সবচেয়ে বড় হত্যাকাণ্ড, এর আগে এত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়নি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ একটি রেডিওতে বলেছেন, পাপুয়া নিউ গিনিতে যে খবর এলো তা খুবই বেদনাদায়ক।

news24bd.tv/DHL