এআই ব্যবহার করে মিডিয়া আমাকে মোটা বানাচ্ছে: ট্রাম্প

বাঁ দিক থেকে উপরের ছবিটিতে ট্রাম্পকে ফটোশপ করে মোটা বানানো হয়েছে

এআই ব্যবহার করে মিডিয়া আমাকে মোটা বানাচ্ছে: ট্রাম্প

অনলাইন ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন মিডিয়া নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন। তার দাবি, মিডিয়া তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এবার ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে রটানো হয়েছে গুজব।

ট্রুথ সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প একটি পোস্ট করেছেন।

সেখানে নিজের গলফ খেলার কয়েকটি ছবিও দিয়েছেন তিনি। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আপনারা যদি দুইটি ছবির তুলনা করেন তাহলে বুঝতে পারবেন তফাৎ। দুঃখের বিষয় হচ্ছে, আমাদের দেশে আপনি মিথ্যা খবরটিই পাবেন।
 

ফ্যাক্ট চেকিং সাইট স্নোপসের মতে, ট্রাম্পের ছবিগুলো কোনো সংবাদমাধ্যম পোস্ট করেনি। ২০১৭ সালের এই ছবিগুলো বিকৃত করা হয়েছে। যদিও ছবিগুলো এআই দিয়ে নয় বরং ফটোশপ দিয়ে পরিবর্তন করা হয়েছে। এ ব্যাপারে ট্রাম্পের কোনো প্রতিনিধি এখনো কোনো সুস্পষ্ট বক্তব্য দেননি।

আরও পড়ুন: ইউক্রেন সংঘাতকে ‘মিথ্যার যুদ্ধ’ বলে আখ্যা ইলন মাস্কের

এর আগে ২০২২ সালে ট্রাম্পের মুখমন্ডলকে মোটা বানিয়ে ফেসবুকে একটি ছবি শেয়ার করা হয়। সেই ছবিটি অনেক শেয়ার হয়। এবং তাতে অনেকেই লাইক এবং কমেন্ট করেছিলেন। যদিও পরবর্তীতে সেগুলো প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করা হয়েছে বলেও জানা গেছিলো।  

news24bd.tv/SC