একই ধরনের সিনেমা বানাতে অভ্যস্ত হিন্দি নির্মাতারা: নাসিরুদ্দিন শাহ

অভিনেতা নাসিরুদ্দিন শাহ

একই ধরনের সিনেমা বানাতে অভ্যস্ত হিন্দি নির্মাতারা: নাসিরুদ্দিন শাহ

অনলাইন ডেস্ক

বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ বিগত কয়েকমাস ধরেই সমালোচনার মধ্যে রয়েছেন। বিশেষ করে হিন্দি সিনেমা, পরিচালক এবং ইন্ডাস্ট্রি নিয়ে বেশ খোলামেলা মন্তব্য করে আসছেন নাসিরুদ্দিন শাহ। স্বভাবতই এই কারণে অনেকের রোষানলের মুখেও পড়েছেন তিনি।

সম্প্রতি তিনি হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে পুনরায় এক মন্তব্য করে আলোচনায় এসেছেন।

তিনি বলেছেন, এই ইন্ডাস্ট্রিতে এখন শুধুমাত্র অর্থ উপার্জনের উদ্দেশে সিনেমা নির্মাণ করা হয়। এটি সত্যিই হতাশাজনক। এই অভ্যাস থেকে যদি তারা সরে আসতো তাহলে ইন্ডাস্ট্রি ভালো কিছু পেতো।

হিন্দি ইন্ডাস্ট্রি ১০০ বছর পুরনো।

কিন্তু আমাদের সিনেমার মধ্যে কোনো বৈচিত্র্য নেই। সব সিনেমা একই ধরনের। আমি এগুলো একদমই পছন্দ করিনা। শুধুমাত্র ব্যবসায়িক সাফল্যের কথা চিন্তা করে সিনেমা বানানো বন্ধ করতে হবে। কিন্তু আমি মনে করি, এখন অনেক দেরি হয়ে গেছে। এই সিদ্ধান্ত থেকে তাদের আগেই সরে আসা উচিত ছিলো।

এ সময় দর্শকদের নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, মানুষ হিন্দি সিনেমা পছন্দ করে কারণ তারা নিজেদের জীবনের সাথে এর মিল খুঁজে পান। বিশ্বব্যাপী মানুষ ভারতীয় খাবার পছন্দ করে তার উপাদানের কারণে। কিন্তু ভারতীয় হিন্দি সিনেমায় কি উপাদান আছে যা তারা পছন্দ করবে? শিগগিরই তারা হতাশ হয়ে এসব সিনেমা দেখা বন্ধ করবে।

news24bd.tv/SC