৮ ইউনিটের চেষ্টায় মিরপুরের আগুন নিয়ন্ত্রণে

জধানীর মিরপুর ১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা

৮ ইউনিটের চেষ্টায় মিরপুরের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এল রাজধানীর মিরপুর ১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে লাগা আগুন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমাদের ৮টি ইউনিট কাজ করে দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১ টার দিকে মিরপুরের ঝিলপাড় বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়।

আরও পড়ুন: গ্রেপ্তারের পর প্রথমে থানায় পরে কারাগারে নির্যাতন চালানো হচ্ছে: ফারুক

news24bd.tv/তৌহিদ