হাওয়েল ঝড়ে কুমিল্লার সামনে বড় লক্ষ্য সিলেটের

২০০ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন হাওয়েল - বিসিবি

হাওয়েল ঝড়ে কুমিল্লার সামনে বড় লক্ষ্য সিলেটের

অনলাইন ডেস্ক

বিপিএলের প্লে-অফ স্বপ্ন আগের ম্যাচেই শেষ হয়ে গেছে গত আসরের রানার্স-আপ সিলেট স্ট্রাইকার্সের। তারপরেও কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে বড় সংগ্রহই দাঁড় করিয়েছে দলটি। আগে ব্যাট করে কুমিল্লাকে জয়ের জন্য ১৭৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মোহাম্মদ মিঠুনের দল।  

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামে সিলেট।

ইনিংস উদ্বোধন করতে নামা কেনার লুইসের ৩৩ এবং বেনি হাওয়েলের ৬২ রানের সুবাদে ৫ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ১৭৭ রান তোলে সিলেট।  

আগে ব্যাট করতে নেমে সিলেটের শুরুটা হয় দারুণ। ৪০ রানে ভাঙে তাদের উদ্বোধনী জুটি। ১৮ রানে ফেরেন জাকির হাসান।

এবারের আসরে প্রথম উইকেট পান সুনীল নারাইন। এরপর কেনার লুইসকে ফেরান মুশফিক হাসান। নাজমুল হোসেন শান্ত এবং ফের একাদশে ঢোকা ইয়াসির আলী রাব্বি আবারও ব্যাট হাতে হয়ে দ্রুত ফেরেন সাজঘরে। শান্তর ব্যাট থেকে আসে ১২ রান। রাব্বি ফেরেন মাত্র ২ রান করে। দুজনকেই ফেরান রিশাদ হোসেন।  

এরপর দারুণ এক জুটি গড়েন মোহাম্মদ মিঠুন ও বেনি হাওয়েল। পঞ্চম উইকেটে তাদের ৭৭ রানের জুটিই বড় সংগ্রহের ভিত এনে দেয় সিলেটকে। ২০ বলে ২৮ রান করে মিঠুন ফিরলেও ৩১ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন হাওয়েল। নারাইনের দ্বিতীয় শিকার হন মিঠুন।

news24bd.tv/SHS