ব্রাজিল উড়ছে, আর্জেন্টিনা হারছে

ব্রাজিল উড়ছে, আর্জেন্টিনা হারছে

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে চলমান বিচ ফুটবল বিশ্বকাপে উড়ছে ব্রাজিল। ১৬ দলের এই টুর্নামেন্টে টানা দুই জয়ে এরইমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। সেলেসাওরা যখন নকআউটে, তখন আর্জেন্টিনা বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। টানা দুই হারে দলটি আছে পয়েন্ট টেবিলের তলানিতে।

তাহিতির কাছে ৪-৩ গোলে হেরে আসর শুরুর পর ইরানের বিপক্ষে জিততেই হতো আর্জেন্টিনাকে। তবে গত শনিবার দ্বিতীয় ম্যাচে উল্টো ৬ গোল হজম করেছে আলবিসেলেস্তেরা। বিপরীতে গোল শোধ করতে পেরেছে কেবল ৩টি। এদিকে, 'বি' গ্রুপে দুই ম্যাচে দুই জয় নিয়ে কোয়ার্টার নিশ্চিত করে ফেলেছে তাহিতি।

এছাড়া দুই ম্যাচে এক জয় আছে ইরানের।

আজ স্পেনের বিপক্ষে শেষ ম্যাচে নামবে আর্জেন্টিনা। দুই দলের আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি নিয়ে তাই নেই তেমন কোনো উত্তেজনা।

এদিকে, ওমানের বিপক্ষে ৫-৩ গোলে জয়ের পর সর্বশেষ শক্তিশালী পর্তুগালের বিপক্ষে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। রোববার গ্রুপ পর্বের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন পর্তুগালকে ৩-২ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা। ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ আগামীকাল, লড়বে মেক্সিকোর বিপক্ষে।

উল্লেখ্য, বিচ ফুটবল সাধারণত সমুদ্র সৈকতে খেলা হয়ে থাকে। ২০০৫ সাল থেকে ফিফা এই ফুটবল বিশ্বকাপ আয়োজন করে আসছে। ১৬ দল নিয়ে গত ১৫ ফেব্রুয়ারি দুবাইয়ে পর্দা উঠেছে এবারের আসরের।

news24bd.tv/SHS