ওজন কমাতে এই ফলগুলো খান

ওজন কমাতে এই ফলগুলো খান

যারা ওজন কমাতে চান তারা কিছু নির্দিষ্ট ফল খেতে পারেন। এসব ফল কম ক্যালরি এবং উচ্চ আঁশযুক্ত। সেরকম কিছু ফল হলো :

আপেল : লো ক্যালোরি ও উচ্চ ফাইবার-যুক্ত এই ফল ওজন কমায়। মাঝারি মাপের একটি আপেল থেকে ১১৬ ক্যালোরি ও ৪.৪ গ্রাম ফাইবার পাওয়া যায়।

 

নাশপতি : নাশপাতি পানিশূন্যতা দূর করে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। একটি মাঝারি সাইজের নাশপতিতে ৫৭ ক্যালোরি পাওয়া যায়।

কমলালেবু : এর সাইট্রিক এসিড শরীরের অতিরিক্ত ফ্যাট কমাতে সাহায্য করে। একটা ছোট কমলালেবু থেকে ৪৫ ক্যালোরি পাওয়া যায়।

স্ট্রবেরি : মাত্র ১৫০ গ্রাম স্ট্রবেরি থেকে পাওয়া যায় ৫০ ক্যালোরি।  

পেয়ারা : উচ্চ ফাইবার যুক্ত এই ফল কোষ্ঠকাঠিন্য দূর সাহায্য করে।  একটি মাঝারি মাপের পেয়ারায় থাকে ৩৭ ক্যালোরি।  

কলা : ডায়াবেটিস না থাকলে পুষ্টিগুণের জন্যই এই ফলকে ডায়েটে রাখা উচিত। একটি কলায় থাকে ১০৫ ক্যালোরি।  

তরমুজ : তরমুজে ক্যালরির পরিমাণ কম থাকে। ১০০ গ্রামের মধ্যে মাত্র ৩০ কিলো ক্যালোরি থাকে। এছাড়া আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম ও প্রচুর পরিমাণ ফাইবার বা খাদ্য আঁশ থাকে।

পেপে : ১০০ গ্রাম পাকা পেঁপের মধ্যে ৩২ ক্যালোরি রয়েছে। এছাড়াও পাকা পেঁপের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই।

জাম্বুরা : জাম্বুরার পুষ্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও শরীরকে সুস্থ রাখে। প্রতি ১০০ গ্রাম জাম্বুরায় রয়েছে ৩৭ কিলো ক্যালোরি।

আনারস : আনারসে ক্যালরির মাত্রা খুব কম পরিমাণে থাকে। প্রতি ১০০ গ্রাম আনারসে ৪০ থেকে ৫০ ক্যালরি পাওয়া যায়।

news24bd.tv/health

এই রকম আরও টপিক