সংবাদ প্রকাশের পর বাতিল করা হলো পুকুর খননের অনুমতি

অনুমতির শর্ত মানছে না মাটি ব্যবসায়ী, নিশ্চুপ প্রশাসন-এমন সংবাদ নিউজ ২৪ টেলিভিশনের অনলাইনে প্রকাশের পর নড়েচড়ে বসেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন।

সংবাদ প্রকাশের পর বাতিল করা হলো পুকুর খননের অনুমতি

রাজবাড়ী প্রতিনিধি

অনুমতির শর্ত মানছে না মাটি ব্যবসায়ী, নিশ্চুপ প্রশাসন-এমন সংবাদ নিউজ ২৪ টেলিভিশনের অনলাইনে প্রকাশের পর নড়েচড়ে বসেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান সরেজমিনে পরিদর্শনে যান উপজেলার বহরপুর ইউনিয়নের পাতুরিয়া মৌজার বিএস -১০১৫ নং খতিয়ানের ১৫৫,১৫৭ ও ১৫৮ নং দাগে।

সেখানে অনুমতির শর্ত না মেনে জমির মালিক মহিউদ্দিন আহম্মেদ মাটি ব্যবসায়ী জুয়েলের মাধ্যমে উল্লেখিত জমিতে পুকুর খনন না করে অন্য দাগের থেকে মাটি কেটে আসছিলো। এছাড়াও সে ৮৮ শতকের অনুমতি নিয়ে এর অধিক জমির মাটি কাটার পায়তারা চালাচ্ছিল।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মুঠোফোনে এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান।

আরও পড়ুন: পালাতে গিয়ে আটক ৪০ রোহিঙ্গা

তিনি জানান, জমির মালিক অনুমতির শর্ত না মেনে পুকুর খনন করায় তার সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও অনুমতি বাতিলের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে।  

তিনি আরও বলেন, এই জমির মালিকের আরও একটি পুকুর খননের অনুমতি দেওয়া হয়েছিলো।

তবে প্রথমেই অনুমতির শর্ত না মানায় তার অন্য অনুমতিও বাতিলের জন্য আবেদন করা হয়েছে।

পুকুর খননের অনুমতি বাতিল হবে কি না এমন প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান বলেন, যে কোন পুকুর খননের অনুমতি ডিসি অফিস থেকে দেওয়া হয়। তবে উপজেলা ভূমি অফিসের দেওয়া প্রতিবেদনের প্রেক্ষিতে অনুমতি দেওয়া হয়েছিল। আর সেই আমরাই অনুমতি বাতিলের জন্য আবেদন করেছি।

news24bd.tv/ab