শিশু আবু বকরকে অপহরণের পর হত্যা, একজনের ফাঁসি

সংগৃহীত ছবি

শিশু আবু বকরকে অপহরণের পর হত্যা, একজনের ফাঁসি

অনলাইন ডেস্ক

ফরিদপুরের বহুল আলোচিত শিশু আবু বকরকে অপহরণ পরবর্তী হত্যার ঘটনায় অপহরণকারী জিন্দার খলিফাকে ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক।  

এ সময় শিশু হত্যায় সহযোগিতা করায় অপর আসামি মাহাবুল শেখকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।  

সোমবার দুপর ৩টায় জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন। রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০১৯ সালের ১ জুলাই সন্ধ্যার সময় জেলার নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন হতে শিশু আবু বকরকে অপহরণ করে জিন্দার খলিফা ও মাহাবুল শেখ। পরে আসামিরা শিশু আবু বকরের পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।  

মুক্তিপণ না পেয়ে শিশু আবু বকরকে হত্যা করে একটি বিলের মাঝে ডুবিয়ে রাখে জিন্দারা খলিফা ও মাহাবুল শেখ। শিশু আবু বকরের খোঁজ না পেয়ে নগরকান্দা থানায় নিহতের পিতা পাচু খলিফা বাদী হয়ে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও রাষ্ট্রপক্ষ।

news24bd.tv/কেআই