নোয়াখালীতে বিএমএ’র পিঠা উৎসব 

পিঠা উৎসব

নোয়াখালীতে বিএমএ’র পিঠা উৎসব 

নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ), নোয়াখালী জেলা শাখার আয়োজনে চিকিৎসকদের বার্ষিক পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ পিঠা উৎসব শুরু হয়; যা রাত ১০টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চলবে। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।  

অনুষ্ঠানে জেলার অধিকাংশ চিকিৎসক, তাদের পরিবার ও সাংবাদিকসহ প্রায় ৭শ’ লোকের সমাগম হয়।

 

বিএমএ, নোয়াখালী জেলা শাখা সভাপতি ডা. এম এ নোমানের সভাপতিত্বে ও ডা. আবু নাসেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুছ ছালাম, বিএমএর নোয়াখালী জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. ফজলে এলাহী খাঁন, সহ-সভাপতি ডা. নূর মোহাম্মদ, দপ্তর সম্পাদক ডা. মো. মাহবুব রহমান, আরএমও ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম।  

এতে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি ডা. মাহফুজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক ডা. সৈয়দ কামরুল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এম এম রহমান, ডা. নূর নবী, ডা. তানিয়া পারভীন, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগসহ মেডিকেল কলেজের শিক্ষক, নোয়াখালী জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আগত চিকিৎসকবৃন্দ।

পরে নোয়াখালী বিএমএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. ফজলে এলাহী খাঁন জানান, নোয়াখালীতে বিএমএ নিয়ে দীর্ঘদিনের যে জটিলতা ছিল, তা গত ডিসেম্বর মাসে অবসান হয়েছে। আগামী দিনের চিকিৎসকদের কল্যাণে কাজ করে যাবে বিএমএ নোয়াখালী জেলা শাখা।

তিনি সকল ডাক্তারদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক