রনির জাদুকরী বোলিংয়ে লণ্ডভণ্ড বরিশাল 

বুনো উল্লাসে মেতেছেন আবু হায়দার রনি - বিসিবি

রনির জাদুকরী বোলিংয়ে লণ্ডভণ্ড বরিশাল 

অনলাইন ডেস্ক

বিপিএলের হাইভোল্টেজ ম্যাচ। রংপুর রাইডার্সের বিপক্ষে এমন ম্যাচে ফরচুন বরিশাল ছিল বড় লক্ষ্যের পথে। প্রথম ১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ঠিক ১০০ রান তুলে ফেলে তামিম-মেয়ার্সরা। বরিশালের চোখ তখন দুই শ'র ওপরে।

কিন্তু এরপরই এলো রনি ঝড়, যে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে বরিশালের রানের চাকা থেমেছে ১৫১ রানেই।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামেন আবু হায়দার রনি। প্রথম বল হাতে হাতে পান ১৩তম ওভারে। সেই ওভারেই বাজিমাত তার।

একে একে ফেরান মুশফিক, সৌম্য ও মেয়ার্সকে। পরে মাহমুদউল্লাহ আর মেহেদী হাসান মিরাজকে ফিরিয়ে ফাইফার তুলে নেন তিনি।

রনি নিজের বোলিং কোটা শেষ করেছেন ১২ রানে ৫ উইকেট শিকার করে, যা এবারের বিপিএলে যেকোনো বোলারের সেরা বোলিং। টি২০ ক্রিকেটেও এটা রনির সেরা বোলিং ফিগার।

রনির রুদ্রমূর্তি দেখার আগে বরিশাল পায় উড়ন্ত সূচনা। চট্টগ্রামে টসে জিতে ব্যাট করতে নেমে বরিশালকে সেই শুরুটা এনে দেন তামিম ইকবাল। নিজের শততম বিপিএল ম্যাচ তামিম শুরু করেন বাউন্ডারি মেরে। এরপর আরও কয়েকটি নান্দনিক শট খেলেন এই ড্যাশিং ওপেনার। তবে সাকিব আল হাসান বল হাতে তুলে নিতেই থামে তামিম ঝড়। ৩৩ রানে তামিম বিদায় নেন সাকিবের বলের ফ্লাইট ঠাওরে উঠতে না পারলে।

তামিমের পর রানের চাকা সচল রাখেন কাইল মেয়ার্স। মাঠের চারদিকে বেশকটি দুর্দান্ত শট খেলেন তিনি। তবে রানের জন্য হাঁসফাঁস করছিলেন টম ব্যান্টন। মারতেই গিয়েই আউট হন তিনি। এর আগে ২৪ বলে ২৬ রান করেন তিনি। বরিশালের স্কোরবোর্ড তখন ১১০/২!

মুশফিকুর রহিম প্রথম বলে চার মারলেও রনির প্রথম বলে দেন উইকেট। এরপর একই ওভারে সৌম্য সরকার (০) এবং মেয়ার্সকে (৪৬) ফিরিয়ে দেন এই বাঁহাতি। দলের বিপদে হাল ধরতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদও। ৯ রান করেই তিনি নেন বিদায়। স্কোরবোর্ডে আর ৩ রান যোগ হতে মেহেদী হাসান মিরাজও ধরেন একই পথ। ১ রান পর হাসান মাহমুদের শিকার হয়ে বিদায় নেন কেশব মহারাজ। ফলে ১৯ রানেই ৭ উইকেট খুইয়ে বসে বরিশাল।

এরপর আর ঘুরে দাঁড়ানো হয়নি বরিশালের। শেষ পর্যন্ত মোহাম্মদ সাইফউদ্দিনের ১০ এবং ওবেদ ম্যাকয়ের ১২ রানে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করতে থামে তাদের রানের চাকা।

news24bd.tv/SHS